17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকমিটিবাচ্চু সভাপতি, মেহেদী সম্পাদক। জন্মভূমি কুয়াকাটার প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষনা। ক্লাবে রুপান্তর।

বাচ্চু সভাপতি, মেহেদী সম্পাদক। জন্মভূমি কুয়াকাটার প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষনা। ক্লাবে রুপান্তর।

নিজস্ব প্রতিবেদঃ কুয়াকাটা অন্যতম সেচ্ছাসেবী  সংগঠন জন্মভুমি কুয়াকাটার  প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। জন্মভুমি কুয়াকাটার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম মিরন সভাপতি হিসেবে  কেএম বাচ্চু ও সাধারন সম্পাদক হিসেবে মেহেদী হাসান সোহেলসহ ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন। পাশাপাশি এটিকে একটি ক্লাবে রুপান্তরের ঘোষনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ডোনার সদস্য জনাব আনোয়ার হাওলাদার, টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুশার, সমাজসেবক নিজাম হাওলাদার, সাংবাদিক আনোয়ার হোসেন আনু, উপদেষ্ঠা ডাঃ ইসমাইল ইমন, উপদেষ্টা শহিদ দেওয়ানসহ  কুয়াকাটার বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ। কমিটির বাকী সদস্যরা হলেন- কাওসার- সিনিয়ার সহ সভাপতি, নজরুল -সহ সভাপতি, রাসেল হাওলাদার- যুগ্ন সাধারন সম্পাদক,নুসরাত জাহান সাথী -যুগ্ন সাধারন সম্পাদক, মিরাজুল ইসলাম সোহাগ -সাংগঠনিক সম্পাদক, আল আমিন – অর্থ সম্পাদক, আবুল হোসেন রাজু-প্রচার সম্পাদক, মিরাজ মিজু – দপ্তর সম্পাদক।
সংগঠনকে গতিশীল করার লক্ষে এই কার্যনির্বাহী কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্ঠা ইসমাইল ইমন।

উল্লেখ্য,  বিগত একটি বছর জন্মভুমি কুয়াকাটা পাগল ও অসহায় মানুষদের মাঝে এক বেলা খাবার বিতরন করে আসছে।

Most Popular

Recent Comments