আলমগীর হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ-
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২৩ টাঙ্গাইল সোনার বাংলা কমিউনিটি সেন্টারে ২৭ ফ্রেব্রুয়ারী সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ যোগদান করেন,দেশের বিভিন্ন জেলা থেকেও সচিব বৃন্দ উপস্থিত হয়ে এই নির্বাচন উপভোগ করেন।অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউপি সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো.দেলোওয়ার হোসেন,প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউপি সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইউপি সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. সোহেলুর রহমান (সোহেল)বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউপি সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ ইউপি সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.মিজানুর রহমান,সভাপত্বিত করেন বাপসার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো.সোহরাব আলী। বাসপার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো.লিয়াকত আলী খান এর সঞ্চালনায় সকাল ১১ টার সময় এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়,প্রথম পর্বে আলোচনা শেষে দ্বিতীয় পর্বে নির্বাচন শুরু হয়,শুরুতেই সভাপতির বক্তব্যে পুরাতন কমিটি বিলুপ্ত করে দিয়ে নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। বাপসার টাঙ্গাইল জেলা শাখার নির্বাচনে ১৯টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করতে পারবেন। তবে কোন পদে কোন প্রতিদ্ধন্ধিতা না থাকায় ১৯টি পদে ১৯ জন কেই বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত ঘোষনা করে নির্বাচন কমিশন,সভাপতি পদে মো.সোহরাব আলীকে পূর্ণরায় সভাপতি পদে নির্বাচিত করা হয়।সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করা হয় মো. লিয়াকত আলী খান। আগামী তিন বছরের জন্য এই ১৯ সদস্য বিশিষ্ট কমিটি বাপসার টাঙ্গাইল জেলায় কাজ করে যাবে,পরিশেষে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সাধারণ সদস্য বৃন্দ।