25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়বারডেমের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বারডেমের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

খাইরুল ইসলাম রনি,ঢাকা প্রতিনিধিঃ

ঢাকার সেগুনবাগিচায় বারডেম মহিলা ও শিশু হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টারও বেশি চেষ্টা চালানোর পর সকাল পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালটির চার তলায় এসির পাশে জমে থাকা আবর্জনায় এই আগুন লাগে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আগুন লাগার সময় বারডেম মহিলা ও শিশু হাসপাতালে রোগীর সংখ্যা খুব ছিল। তবে সেখানে উপস্থিত অনেকে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে সামনের রাস্তায় অবস্থান নেয়।

Most Popular

Recent Comments