দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহিগুনী মাকছুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) অত্র মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদ্রার প্রধান শিক্ষক ওবায়দুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার হিফজ ও এতিমখানা বিভাগের সভাপতি দাউদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা মাওলানা নূরুল আফছার, মাওলানা আব্দুল হালিম, ফেনী জজ কোর্টের আইনজীবী মাঈন উদ্দিন, এশিয়ান টিভি ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক জিয়া উদ্দিন সোহাগ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বারাহিগুনী মাকছুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হামিদুল হক সাইফুল, সহ সভাপতি ইকবাল হোসেন সুমন, হিফজ ও এতিমখানা বিভাগের সহ সভাপতি সাইফুল ইসলাম ও প্রফেসর শাহ আলম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।