সিরাজগঞ্জে যমুনার পানির বাড়ার ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুরে পানি ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে, পাকা সড়ক তলিয়ে গেছে ও পানিবন্দী হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ।
আজ সোমবার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘যমুনার পানি কাজিপুর ও সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুরে পানির প্রবাহ ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও তিন দিন পানি বাড়তে পারে।’
কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, ‘রতনকান্দি হাটখোলা থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা সড়ক বন্যার পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন ইউনিয়নের দুই হাজার মানুষ।’
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘যমুনার পানি উপচে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বপাশে শুভগাছা-রতনকান্দি হাটখোলা পাকা সড়ক ডুবে গেছে। এ ইউনিয়নের পানিবন্দী মানুষের জন্য ২৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।’
খবরঃডেইলী স্টার