12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়বাড়ীতে পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাড়ীতে পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এস মন্ডল ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
‘‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সর্বজনীন স্কিম সম্পর্কিত অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩১ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন-উর-রশীদ এর সঞ্চালনায়,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

এসময় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইসার উদ্দিন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুর আলমসহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments