27.3 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeকমিটিবিজেএসসি'র পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি পদে ববি শিক্ষার্থী আহাদ,মাহবুব

বিজেএসসি’র পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি পদে ববি শিক্ষার্থী আহাদ,মাহবুব

মোঃ তারিকুল ইসলাম আরিফ, ববি প্রতিনিধি//

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর পূর্ণাঙ্গ কমিটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাত শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) সভাপতি মোঃ হেদায়েতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করেছে বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জাতীয় এ সংগঠনটি।

পূর্ণাঙ্গ কমিটিতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৭ শিক্ষার্থী হলো সহ-সভাপতি- আহাদুল ইসলাম অরিক ও মাহাবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবির আজম ও জয়নাল আবেদীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- সানজিদা ইসলাম জুই, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক- তারিকুল ইসলাম আরিফ ও সদস্য- মোহাম্মদ বেলাল।

এ কমিটিতে সারা দেশের ১৬ টি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা স্থান পেয়েছে। এর মধ্যে ১০ টি রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৬ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়।

কমিটির বিষয়ে কেন্দ্রীয় সভাপতি হেদায়েতুল বলেন, “সংগঠনের গতিশীলতা বৃদ্ধির জন্য বিজেএসসির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো। নতুন কমিটির মাধ্যমে বিজেএসসি আরো গতিশীল হবে।” সাধারণ সম্পাদক তাওসিফ পদ প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন,”শীঘ্রই কেন্দ্রীয় নির্বাহী সংসদের অধিবেশন ডাকা হবে। সংগঠনের লক্ষ্য পূরণে এ কমিটি কাজ করে যাবে”।

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে হেদায়েতুল কে সভাপতি এবং তাওসিফ কে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট বিজেএসসির কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, একতাই বল, যোগাযোগই সম্বল এই স্লোগানে দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১৫ সালের ১৩ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে বিজেএসসি। বিভিন্ন সেমিনার, মানব কল্যাণধর্মী কর্মসূচী ছাড়াও কেন্দ্রীয় ভাবে প্রতি বছর ন্যাশনাল ফেস্ট আয়োজন করে থাকে সংগঠনটি।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনালস এই দশটি সরকারি বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির শাখা রয়েছে।

একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রীণ ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির কার্যক্রম চালু রয়েছে।

Most Popular

Recent Comments