17 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeপরিবেশ ও জলবায়ুবিডি ক্লিন কুয়াকাটার প্রথম ইভেন্ট সফলভাবে সম্পন্ন।

বিডি ক্লিন কুয়াকাটার প্রথম ইভেন্ট সফলভাবে সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদকঃ

যুদ্ধের ময়দানে সৈনিক কখনো রণে ভঙ্গ দেয় না, পিছু হটে না প্রকৃত বীরেরাও। লক্ষ্যে অটুট রেখে শত সহস্র বাধা পেরিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে আনে।
বিডি ক্লিন সৈনিকরাও তেমনি লক্ষ্যে অটুট থেকে ঝাড়ু বেলচা হাতে ময়লা এবং অসচেতনতার বিরুদ্ধে যুদ্ধ করে চলছে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। পরিচ্ছন্নতার এই যুদ্ধে নতুন মাত্রায় যুক্ত হলো আরো কিছু দেশপ্রেমী সৈনিক।

বিডিক্লিনকুয়াকাটা টিম পরিচ্ছন্ন অভিযান চালিয়ে সচেতন করে জিরো পয়েন্ট, টুরিস্ট পুলিশ বক্সের সামনে, সী বিচ কুয়াকাটা এলাকাস্থ লোকজনদের। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শুধু সৌন্দর্যে নয় পরিচ্ছন্নতায়ও হবে পৃথিবীখ্যাত। আপনার পরিচ্ছন্ন মানসিকতাই আমাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই আজ থেকেই তৈরী হোক নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যেস।

Most Popular

Recent Comments