16.7 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeকুলাউরাবিদ্যুতের অব্যবস্হাপনায় তীব্র ক্ষোভ জানালেন মেয়র সিপার উদ্দিন।

বিদ্যুতের অব্যবস্হাপনায় তীব্র ক্ষোভ জানালেন মেয়র সিপার উদ্দিন।

আকাশ আহমেদঃ

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, গ্রাহক হয়রানী, প্রকল্পের কাজের ধীরগতির কারণে টেলিফোনে বিদ্যুৎ কর্মকর্তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। কুলাউড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রকল্পের কাজ দীর্ঘদিন থেকে কেন বন্দ রয়েছে জানতে চেয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া ইদানিং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, বিভিন্ন ওজুহাতে গ্রাহকদের হয়রানীর তীব্র প্রতিবাদ জানান। তিনি গত ২৯ জুন মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আং মতিন, প্রকৌশলী সাইদুর রহমানের সাথে বিদ্যুতের এই চরম অব্যবস্হাপনা নিয়ে কথা বলেন। এসময় তিনি তাদেরকে হুসিয়ার করে বলেন সমস্যা গুলোর দ্রুত সমাধান না করলে তাদেরকে গণ রোষানলে পড়তে হবে। কর্মকর্তাবৃন্দ সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Most Popular

Recent Comments