12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeশোক সংবাদবিশিষ্ট শিল্পপতি শেখ মমিন উদ্দিন আর নেই।

বিশিষ্ট শিল্পপতি শেখ মমিন উদ্দিন আর নেই।

ফারদিন মোহাম্মদ,যশোর প্রতিনিধিঃ

দেশ বরেণ্য শিল্পপতি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের দ্বিতীয় পুত্র ও
যশোর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মেজ ভাই নওয়াপাড়া এস এ এফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ মমিন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ঢাকা মগবাজারস্থ আদ-দ্বীন হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ইন্তেকাল করেন।

পারিবারিক এক সুত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় এসএএফ এর প্রতিষ্ঠানে মরহুম শেখ মমিন উদ্দিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১২টার দিকে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় হবে দ্বিতীয় জানাজা। এরপর তার পিতার পাশে তাকে দাফন করা হবে।

এসএএফ’র এমডি আবুল হোসেন জানিয়েছেন, শেখ মমিন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকার মগবাজার এলাকায় আদ্বদীন হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার ফুসফুসের অবস্থা ভালো ছিল না। তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মারা যান।

Most Popular

Recent Comments