রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন কর্তৃক ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক বিশেষ খাবারের আয়োজন করা হয়৷ সেখানে শুধু মাত্র আবাসিক
শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত, বঞ্চিত হতে চলেছে অনাবাসিক শিক্ষার্থীরা৷ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সোচ্চার নেটওয়ার্কের সদস্যরা এ বিষয়ে উপাচার্যের সাথে মতবিনিময় করে সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি প্রদান করেন৷ তারা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৮ এপ্রিল আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে, দুঃখজনক হলেও লক্ষ্যণীয় যে সেখানে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত । অনাবাসিক শিক্ষার্থীদের এই আয়োজনের বাইরে রাখা হয়েছে, যা স্পষ্টভাবে অনাবাসিক শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রকাশ করে৷
সোচ্চারের পক্ষ থেকে আমরা স্পষ্ট জানাতে চাই,আবাসিক এবং অনাবাসিক উভয়ের কাছেই যেহেতু দিবস পালনের সমপরিমাণ অর্থ নেওয়া হয়, সেহেতু দিবস কেন্দ্রীক আয়োজনে আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদেরকেও সমানভাবে অগ্রাধিকার দিতে হবে।সেইসাথে, বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আবাসিক সংকট নিরসনে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এছাড়া, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- একজন শিক্ষার্থী যখন কোনো বর্ষে ভর্তি হয়, তখন তার নিকট থেকে একই খাতের নামে একাধিকবার অর্থ সংগ্রহ করা হয় (যেমন: ছাত্র-ছাত্রী কল্যাণ তহবিল, সংসদ ফি, খেলাধুলা ফি ইত্যাদি) যেটি অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, এই অনিয়ম দ্রুততার সাথে পর্যালোচনা করে অবিলম্বে বন্ধ করতে হবে এবং বার্ষিক ভর্তির অর্থের পরিমাণ যৌক্তিকভাবে কমিয়ে আনতে হবে।