জাহিদুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান @iও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক স্থান করে নিয়েছেন বিশ্বসেরা গবেষকদের তালিকায়।
তালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দীপঙ্কর কুমার,কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম সোহাগ,শিক্ষক সমিতির সভাপতি,সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান,এনিমল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান মোঃ নাজমুল হক,ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মিলন মন্ডল,ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামসুল আরেফিন,পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান,রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক উম্মে মাহফুজা শাপলা।
এডি সায়েন্টিফিক ইন্ডেক্স বিশ্বসেরা গবেষকদের উক্ত তালিকাটি প্রকাশ করেছে। এডি সায়েন্টিফিক ইন্ডেক্স র্যাংকিং ২০২২ এর তালিকায় বাংলাদেশের মোট ২৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন।