20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeবৃক্ষ রোপণবিশ্ব পরিবেশ দিবসে কুয়াকাটা পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি।

বিশ্ব পরিবেশ দিবসে কুয়াকাটা পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি।

মহিপুর -কুয়াকাটা প্রতিনিধি

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৃথিবীর ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে ও সবুজ পৃথিবী গড়তে ‘কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা রুবেল খানের নেতৃত্বে বৃক্ষ রোপান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সকাল ১০ টা কুয়াকাটা পৌর ছাত্রলীগের অন্যতম নেতা কর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন পৌর ছাত্রলীগ নেতা রুবেল খান।

এ সময় উপস্থিত ছিলেন,কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি শোয়াইব খান, ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ ভূঁইয়া, মহিপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল হাসিব, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময় রায় অভি, সিফাত শেখ,কলেজ ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক উজ্জ্বল সিং,এবং কুয়াকাটা পৌর ছাত্রলীগের তাওহীদ, রাকিবুল সহ পৌর ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ।

এসময় রুবেল খান বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে হলে অবশ্যই সবার জায়গা হতে একটি করে হলেও গাছ লাগাতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও সব সময় গাছ লাগাতে দেশবাসীকে উদ্ভুদ্ধ করে আসছেন ।
এবং বাংলাদেশ ছাত্রলীগের, সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং সাধারণ সম্পাদক, লেখক ভট্টাচার্য দাদা নির্দেশে এই বৃক্ষরোপন কর্মসূচি,পালন করলাম আমার কুয়াকাটা পৌর ছাত্রলীগ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের দেশকে সবুজ অভয় অরণ্য সৃষ্টির লক্ষে আমরা কুয়াকাটা পৌর ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করছি।

Most Popular

Recent Comments