আরিফ হোসাইন, ববি প্রতিনিধি
আজ সোমবার (৫ জুন) বিকাল ৪ টা ৩০ মিনিটে এবং ৫ টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুইটি গ্রুপ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে । কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী রক্তিম গ্রুপ এবং নাভিদ মঞ্জু গ্রুপ আলাদাভাবে এ কর্মসূচি পালন করেন।
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল, বঙ্গবন্ধু হল, ক্যাফেটেরিয়াসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা ফল ও ফুলের চারা রোপন করে করে। যা ক্যাম্পাস সবুজায়নে ভুমিকা পালন করবে।
এক পক্ষের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম, রাকিব হাসান রনি ও মাইদুর রহমান বাকি প্রমুখ।
অপর পক্ষে উপস্থিত ছিলেন তাহমিদ জামান নাভিদ,তানজিদ মঞ্জুসহ আরো অনেকে।
কর্মসূচি পালন শেষে এক প্রতিক্রিয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করতেছি। বিশ্বব্যাপী যে তাপদাহের সৃষ্টি সবুজবৃক্ষ সে তাপদাহ কমাবে।
তিনি আরও উল্লেখ করেন, ইতিবাচক কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মনে জায়গা করে নিতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অপর পক্ষের তাহমিদ জামান নাভিদ বলেন,
আমাদের সবারই বৃক্ষরোপণ করা উচিত। আমাদের কর্মসূচি দ্বারা সাধারণ মানুষও অনুপ্রাণিত হবে। তাই আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ লাগালাম।
তানজিদ মঞ্জু বলেন,
বৃক্ষ আমাদের অনেক কিছু দিয়ে জীবন রক্ষা করে। পৃথিবীর পরিবেশকে শীতল রাখে। গৃহ নির্মাণ ও আসবাবপত্র, ওষুধসহ আরও অনেক কিছুই আমরা সৃষ্টিকর্তার মহান দান, বৃক্ষ থেকে পাই।
তিনি আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধুর আদর্শে লালিত হয়ে আমরা আজকের এই কর্মসূচি পালন করেছি।
আরিফ হোসাইন, ববি
০১৬০৯১০৬১১১