17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeপিরোজপুরবিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সেইফ ব্লাড ডোনেট সোসাইটির পক্ষ থেকে ফ্রী রক্তদান...

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সেইফ ব্লাড ডোনেট সোসাইটির পক্ষ থেকে ফ্রী রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা

মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর প্রতিনিধিঃ
বিশ্ব রক্তদাতা দিবস
আজ ১৪ ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
বিশ্বের সকল রক্তদাতাদের জানাই শ্রদ্ধা ও ভালোবাসা, যাদের বীরত্বপূর্ণ ত্যাগের বিনিময়ে মুমূর্ষু রোগীর মুখেও
হাসি ফিরে আসে।
“আর একটি প্রাণ ঝড়ে না পড়ুক রক্তের অভাবে””তুচ্ছ নয় রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ “”রক্ত দিন জীবন বাচান” এই স্লোগানকে সামনে রেখে মহামারী করোনা ভাইরাস এর কারণে যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে তখন মানবতার ডাকে সারা দিয়ে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সেইফ ব্লাড ডোনেট সোসাইটির পক্ষ থেকে ফ্রী রক্তদান করলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটির সদস্য ফয়সাল, নিশাত খান,রনি,ওবীজীত, ইনতেজার আহমেদ সাইফুল,সাব্বির,সাদিক।
তারা বলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনকে অান্তরিক দোয়া ও শুভ কামনা করছি, এবং সর্বদা সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জয় হোক মানবতার!আসুন রক্ত দান করি জীবন বাচাই, আপনার রক্ত দানে বাচতে পারে একটি প্রাণ।
এই স্লোগানকে সামনে রেখে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনটি এগিয়ে চলছে।
আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সেইফ ব্লাড ডোনেট সোসাইটির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয় তখণ বক্তব্য দেন সানোয়ার হোসেন, ফয়সাল,সাংবাদিক ফেরদৌস মোল্লা, ইনতেজার আহমেদ সাইফুল।তখন উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটির সদস্য লামিয়া, শামীম, রাকিব,সাকিব, নবীন, রাহুল,নাঈম, ওবীজীদ,প্রান্ত ,হাসান,

Most Popular

Recent Comments