ফেনী প্রতিনিধি:
মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ফুলগাজী উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৭ মার্চ) সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব সুন্নী আন্দোলন ফুলগাজী উপজেলার উদ্যোগে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ফেনী জেলার সাধারণ সম্পাদক হাসান হাসান আহমেদ, নরুল হক ভূঁইয়া, মেজবাউর রহমান, তাহেরুল ইসলাম ও ফুলগাজী শাখার সদস্যবৃন্দ।
বক্তারা ইমাম হায়াতের দিশার আলোকে বলেন, রমজান যে কোন ত্যাগ ও উৎসর্গের বিনিময়ে দয়াময় আল্লাহতাআলা ও তাঁর প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও শানে উৎসর্গীকৃত হয়ে থাকার শিক্ষা, যার রূপরেখা কোন বাতিল জালেম অপশক্তিকে কোন অবস্থায় কবুল না করে ঈমান-দ্বীন তথা সত্য ও মানবতার মুক্তির ধারা যে কোন মূল্যে এগিয়ে নেয়া, যার সর্বোচ্চ নিদর্শন কারবালার মহান শাহাদাত। বক্তরা আরো বলেন, সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় অপশক্তির গ্রাসে নিপতিত দ্বীন-মিল্লাত -মানবতার সুরক্ষায়-রমজানের শিক্ষায়-মুমিনের দায়িত্ব উপলব্দি ও কর্তব্যে –
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস।