ঢাকার পোস্তগোলা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে আজ সকালে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে।
লঞ্চটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।
পোস্তগোলা ফায়ার সার্ভিস অফিস থেকে বিবিসি বাংলাকে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরিদের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
ঢাকায় স্থানীয় সময় সকাল সাতটা বা সাড়ে সাতটার দিকে ঘটে এই ঘটনা।
লঞ্চটির নাম মর্নিং বার্ড। এটি আকারে ছোট।
এই লঞ্চে ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কা লাগে।
ঢাকা থেকে মুন্সীগঞ্জ র্যুটের লঞ্চ এই মর্নিং বার্ড।
সূত্রঃবিবিসি বাংলা