25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত: মাশরাফি

বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত: মাশরাফি


সমাজ উন্নয়ন, দুর্নীতিসহ বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে নড়াইলে জনতার মুখোমুখি হলেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। ‘প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আজ রোববার বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’।

এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত।

সাংসদ-ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নিজেই অনুষ্ঠানের উদ্যোক্তা। ব্যতিক্রমী এই আয়োজনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন প্রশ্ন করেন। একে একে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাশরাফি।

প্রায় তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রনেতা কাজী আরিফুর রহমান।

বিভিন্ন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত। আপনারা যাঁরা সমাজের তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে চলেছেন, দেশপ্রেমিক আপনারাই। আপনাদের স্যালুট জানাই।’

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব আপনার-আমার সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলায় গড়ে তুলতে নিরলস কাজ করে চলেছেন। আসুন আমরা দুহাত বাড়িয়ে তাঁর উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।’

প্রেসক্লাবে চেক বিতরণ
এর আগে মাশরাফি বিন মুর্তজা নড়াইল প্রেসক্লাবে গণমাধ্যমের ২৭ জন কর্মীদের মধ্যে করোনাকালে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক দেন। প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম।

সূত্রঃ ক্যাম্পাসটাইম প্রেস

Most Popular

Recent Comments