পাবনার বেড়ায় গত দুইদিন ব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ সোসাইটি বাংলাদেশ” কর্তৃক আয়োজিত বিনামুল্যে ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পিং সম্পন্ন হয়েছে। গত শনিবার ও আজ রবিবার যৌথভাবে উপজেলার স্বনামধন্য আলহেরা একাডেমী স্কুল এন্ড কলেজ এবং বেড়া হাই স্কুল প্রাঙ্গণে ইয়ুথ সোসাইটির আয়োজনে এই ক্যাম্পিং করা হয়। এসময় প্রায় চার শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। সকাল ১১ ঘটিকার দিকে উক্ত প্রতিষ্ঠান দ্বয়ের অধ্যক্ষ এবং শিক্ষকদ্বয়ের উপস্থিতিতে উক্ত ক্যাম্পিং এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন ইয়ুথ সোসাইটির সভাপতি জনাব ওয়াসিফ আল আবরার, সহ-সভাপতি আরিফ রায়হান, সাধারন সম্পাদক আবু জাবের সৌরভ, যুগ্ম সম্পাদক আল মুজাদ্দিদ শান্ত, অর্থ সম্পাদক তারেক আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ সজীব হোসেন, উপ অর্থ সম্পাদক আশিকুল ইসলাম আতিক, সোয়েব নোমান সহ অন্যরা।
জানা যায়, সম্প্রতি সরকার ঘোষিত প্রত্যেক শিক্ষার্থীকে একটি ইউনিক আইডি কার্ড প্রদানের ফর্মে রক্তের গ্রুপ বাধ্যতামূলক ভাবে চাওয়া হয়। এমতাবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই সংগঠন উক্ত ক্যাম্পিংয়ের আয়োজন করে এবং মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ রক্তের গ্রুপ জানা না থাকা ও রক্তদানে প্রাচীন ভয় ভীতি ও কুসংষ্কারকে দূরে ঠেলে নতুন প্রজন্ম যেন নিজের রক্তের গ্রুপ জানতে পারে এবং প্রয়োজনের সময় নিজের ও অন্যের পাশে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে মানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকা ‘ইয়ুথ সোসাইটি’ এই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং চালু রাখবে।