14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeপাবনাবেড়ায় ইয়ুথ সোসাইটি ও বিএমএফ এর যৌথ উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মাঝে...

বেড়ায় ইয়ুথ সোসাইটি ও বিএমএফ এর যৌথ উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরন।

পাবনা প্রতিনিধিঃ

গতকাল পাবনার বেড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ সোসাইটি ও বেড়া মানবিক ফাউন্ডেশন/বিএমএফ এর যৌথ উদ্যোগে সারা বেড়া ব্যাপী পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে। গতকাল ২৭ শে রমজান, পবিত্র লাইলাতুল ক্বদরের দিনে উক্ত সংগঠন দ্বয়ের আয়োজনে ভাসমান মানুষের মাঝে ছাড়াও রওজাতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে ইফতারি ও রাতের খাবার বিতরন করা হয়। জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে বেড়ার এই বৃহৎ দুটি সংগঠনই আলাদা ভাবে রমজান ফুড ইভেন্ট চালু করে। উক্ত ইভেন্টের মাধ্যমে রমজান মাসের নাজাতের দিন গুলোতে তারা বিরতিহীনভাবে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, বেড়া সাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ক্লিনিকের ভর্তি রোগী ও তাদের স্বজন সহ বেড়ার বিভিন্ন অঞ্চলের ভাসমান দরিদ্র মানুষের মাঝে ইফতারি সামগ্রী পৌছে দিয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল উক্ত সংগঠনদ্বয়ের যৌথ উদোগে এই আয়োজন করা হয়। এসময়, উক্ত মাদ্রাসা ও এতিমখানায় খাবারের বাজার করে দেয়ার পর বেড়া মানবিক ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সারাদিন ব্যাপী রান্না করার পর সংগঠনের স্বেচ্চাসেবকগন তৈরীকৃত খাবার নিয়ে বেড়ার বিভিন্ন পয়েন্টে তথা বেড়া সিএন্ডবি বাজার, কানাইবাড়ী মোড়, বেড়া বাজার, বেড়া ডাকবাংলো, বেড়া মডেল থানার মোড়ে ছড়িয়ে পড়েন এবং অসহায় মানুষের মাঝে খাবার পৌছে দেন। বেড়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি জনাব সাব্বির সিদ্দিকী ও ইয়ুথ সোসাইটির সভাপতি জনাব ওয়াসিফ আল আবরার জানান, মানুষের জন্য ভালো কিছু করা, তাদের পাশে দাঁড়ান, তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার আনন্দের মধ্যেই তারা বাচার আনন্দ খুজে পান। মানুষের জন্য কিছু করার অনুপ্রেরনা থেকেই তারা সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তারই অংশ হিসেবে তাদের এই আয়োজন। তাদের এই পথচলায় তারা সকলের দোয়া ও সাহায্য সহযোগীতা কামনা করেন।

Most Popular

Recent Comments