14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeপ্রশিক্ষণব্যবসা উন্নয়নে জেলে পরিবারের নারী সদস্যদের পাঠদান

ব্যবসা উন্নয়নে জেলে পরিবারের নারী সদস্যদের পাঠদান

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জেলে পরিবারের নারী সদস্যদের ব্যবসা উন্নয়নে মৌলিক শিক্ষা বাস্তবায়ন করেছে ইকোফিশ-২। গতকাল বুধবার উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চার গ্রামের ১৫০ জন নারী সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্যে ব্যতিক্রমি এ উদ্যোগের শুভ সূচনা করা হয়। ইউএসএআইডি ইকোফিশ-২ এই মহতি আয়োজন করেন।


ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহকারী মোনাইম হোসাইন বলেন, জেলে পরিবারের নারী সদস্যদের স্বাবলম্বি করে তুলতে তাদের নিয়ে সঞ্চয় দল গড়ে তোলা হয়েছে। এর পাশাপাশি মৌলিক শিক্ষা কার্যক্রম গৃহীত করা হয়েছে। যা নারীদের লেখাপড়া এবং ব্যবসায়ীক দক্ষতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধিতে ইকোফিশ-২ প্রকল্প পটুয়াখালীসহ দেশের ৮ জেলায় ২০২০ সাল থেকে কাজ করে যাচ্ছে।

Most Popular

Recent Comments