19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতভান্ডারিয়ার পৈকখালী বাজারে অবৈধ দোকান উচ্ছেদ

ভান্ডারিয়ার পৈকখালী বাজারে অবৈধ দোকান উচ্ছেদ

মোঃ ফেরদৌস মোল্লা ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়া উপজেলার পৈকখালী বাজারে সরকারি খাস সম্পত্তির উপর নির্মিত অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ভাণ্ডারিয়ার থানা পুলিশ সাথে নিয়ে অবৈধ ঘরগুলি উচ্ছেদ করেন, এবং লাল পতাকা টানিয়ে নিষেধাজ্ঞা জারি করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার পৌকখালী মৌজার ১নং ক্ষতিয়ান ভুক্ত পৌকখালী বাজরে ৩৪ শতাংশ সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল স্থানীয় ফারুক শরীফ। সরকারি খাস জমিতে দ্বিতল পাকা ভবনসহ আরো ৪ চারখানা ঘর স্থাপন করে নিজ দখলে রাখেন। একটি পাকা ভবন থাকায় সম্পূর্ন জমি উদ্ধার করা সম্ভব হয়নি, কিছু অংশ উদ্ধার করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খতিয়ান ভুক্ত খাস জমি দখল করেছে আমরা তাদের বিরুদ্ধে উদ্ধার অভিযান অব্যহত রাখবো।

Most Popular

Recent Comments