20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeউদ্যোক্তাভান্ডারিয়ায় অক্সিজেন ব্যাংক চালু।

ভান্ডারিয়ায় অক্সিজেন ব্যাংক চালু।


মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরেরর ভাণ্ডারিয়ায় করোণায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সাপোর্ট দেয়ার লক্ষ্যে অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।

ভান্ডারিয়া উপজেলায় করোণা সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এই অক্সিজেন ব্যাংক চালু করা হয়। অক্সিজেন ব্যাংকের হটলাইন নাম্বার 01736099990।

এই অক্সিজেন ব্যাংক সার্বিক তত্ত্বাবধান করবেন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এহসাম হাওলাদার জানান, ভান্ডারিয়া উপজেলার মানুষের কথা চিন্তা করে ভান্ডারিয়া উপজেলার মানবিক চেয়ারম্যান মিরাজুল ইসলাম এই উদ্যোগ গ্রহণ করেছে। যে কোন সময় হটলাইনে যোগাযোগ করলে করণায় আক্রান্ত রোগীদের জন্য এ্যাম্বুলেন্স এবং অক্সিজেন আমরা বাড়িতে পৌঁছে দেবো।

Most Popular

Recent Comments