12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅগ্নিকান্ডভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে চারটি গোডাউন বশীভূত,প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে চারটি গোডাউন বশীভূত,প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধি:-
পিরোজপুরের ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে চারটি গোডাউন পুড়ে গেছে।গত শুক্রবার দিবাগত রাত সোয়া দশটার দিকে বন্দরের রূপা সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ফলব্যবসায়ী আউয়াল ও জামালের ফলের গোডাউন সম্পূর্ন বশীভূত হয় এবং মুদি ব্যবসায়ী জয়ের গোডাউনের অংশিক ক্ষতি হয়।

বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. ফারুক হোসেন হাওলাদার পিরোজপুর সময়কে বলেন, রাত সোয়া দশটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Most Popular

Recent Comments