ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার তাজ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মুহাম্মদ বাদশা জোমাদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী রেদওয়ানুল করীমের সঞ্চালনায় অন্যানোদের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা কমিটির সভাপতি, মো. ইয়াহিয়া হাওলাদার, সাধারণ সম্পাদক, মো. মনিরুল হাচান, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ডা: মুফতী রেদওয়ান হুসাইন প্রমুখ।
সম্মেলনে বক্তারা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি জানান।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ স্থানীয় কর্মীগণ উপস্থিত ছিলেন।