25.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeদোয়া মুনাজাতভান্ডারিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া- মোনাজাত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার সকালে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রপ্ত) মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন মহারাজ, তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. শহিদুল ইসলাম স্বপন সিকদার, সঞ্চালনায় শিক্ষক মো. শফিকুল ইসলাম আযাদ, বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সাবেক সদস্য গোলাম কবির আকন প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাঁন এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদারসহ বিভিন রাজনৈতি নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের মানুষ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও বিদায়ী ক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দয়ো হয়।

Most Popular

Recent Comments