মোঃ ফেরদৌস মোল্লাহ্
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু সমর্থিত ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. ইব্রাহিম হোসেন হিরন এর নেতৃত্বে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কালিমা চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওভার ব্রিজ সংলগ্ন প্রেস ক্লাব এর সামনে সমাবেত হয়ে এক আলোচনা সভায় যোগ দেয়।
এ সময় ইব্রাহিম হোসেন হিরন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. সাইফুল ইসলাম বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান বাবু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
বক্তব্যে তারা বলেন, দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিদায় হলেও এখনো বাংলাদেশের জনগনের কাঙ্খিত নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। তাই বিএনপি’র আগামীর দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক ছাত্রদলকে সু-সংগঠিত করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের রাজনৈতিক কর্মসূচি নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।