15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
HomeUncategorizedভান্ডারিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

ভান্ডারিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

আনন্দঘন পরিবেশে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ১০টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত, আনন্দ র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সাংগঠনিক সম্পাদক ছগির হোসেন পোদ্দার, দপ্তর সম্পাদক আব্দুল হালিম, আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার , উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল হাওলাদার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল আমিন সরদার প্রমূখ। এময় উপস্থি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শাহ আউয়াল হিরু, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি আসমা আক্তার যুথি, ছাত্রীলীগের সবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম কাইয়ুম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন আহম্মেদ, শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম লাল, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুবেল খান, বেল্লাল খান তুহিন, লিমন প্রমূখ। সভা শেষে কেক কাটা হয়।

Most Popular

Recent Comments