21.2 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসভান্ডারিয়ায় দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি।

ভান্ডারিয়ায় দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি।

মোঃ ফেরদৌস মোল্লা,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ-

কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলার উদ্দেশ্যে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের ঘোষণা দিয়েছে।
লকডাউন কার্যকর করতে ভান্ডারিয়া উপজেলা প্রশাসন জনসচেতনতা বাড়াতে ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে কঠোর নজরদারি করছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে আজ সোমবার সকালে ভান্ডারিয়া বন্ধরে তদারকি ও জনসচেতনতামূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম নিজে মাইকিং করে মোড়ে মোড়ে মানুষকে দলবদ্ধ না হয়ে ঘরে অবস্থানের কথা বলা হয়, চায়ের দোকানে বা রাস্তা ঘাটে আড্ডা না দেয়া, অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রির না করার জন্য পরামর্শ দেওয়া হয়।
মোঃ তৌহিদুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ খুবই করোনার ঝুঁকিতে রয়েছে । পরিস্থিতি সম্পর্কে আগাম কিছু বলা যাচ্ছে না। আমাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। করোনা মোকাবিলায় আমরা দলগতভাবে কাজ করছি। ভান্ডারিয়া উপজেলাকে আমাদের বিশেষ নজরদারিতে রেখেছি। আশা করছি, এ পরিস্থিতি আমরা দ্রুতই কাটিয়ে উঠব।

Most Popular

Recent Comments