25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পালিত।

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পালিত।


মোঃ ফেরদৌস মোল্লা,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’ উদযাপন করা হয়েছে। আজ সকালে উপজেলা অডিটেরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আমলের সভাপত্বিত্তে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ-সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রসিদ খসরু জোমাদ্দার।

এ সময় উপজেলা যুবলীগ-সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, দপ্তর সম্পাদক এইচ.এম মিরাজ, অর্থ সম্পাদক মিলন হোসেন রুরেল, কার্যনির্বাহী সদস্য হাসান মাহমুদ শাহিন, উপজেলা মহিলা যুবলীগ-সভাপতি আসমা সুলাতানা যুথি, উপজেলা ছাত্রলীগ-আহ্বায়ক রেদোয়ান সিকদার রিচান, যুগ্ন আহ্বায়ক আলামিন সরদারসহ উপজেলা ও পৌর শাখার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর অন্যান্য নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

উল্লেখ যে, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে যুব দিবস পালন করা হয়েছে।

Most Popular

Recent Comments