20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeমাহফিলভান্ডারিয়ায় মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ মাহফিল ও ইসলামিক সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ভান্ডারিয়ায় মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ মাহফিল ও ইসলামিক সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোঃ ফেরদৌস মোল্লা,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবি সংস্থা মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও ইসলামিক সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।ওয়াজ মাহফিলের সমাপনী দিনে গত রবিবার রাতে জনাব মাওঃ নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ী দের মাঝে ক্রেস ও অর্থ বিতরণ করেন ওয়াজমাহফিলের আমন্ত্রিত মেহমান এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভান্ডারিয়া উপজেলা শাখা। জানাব হযরত মাওঃ মোফাজ্জল হোসাইন,অধ্যক্ষ মোমিনিয়া আলিম মাদ্রাসা।জনাব আলহাজ্ব হাফেজ মোস্তফা সাহেব। কবির হাওলাদার।মাওঃ মাহবুব, হারুন আর রশীদ মোল্লা, সোহেল আকন, দুলাল,সাংবাদিক ফেরদৌস মোল্লা, জিয়ায়ুল পারবেজ বাবু, জহিরুল ইসলাম সুমন, রিয়াজ,
কুরআন তেলওয়াতে প্রথম হয়েছে মোঃ রিফাত কবির,উত্তর পৈকখালী আঃ মজিদ মাস্টার বাড়ির ফোরকানিয়া মাদ্রাসা।
দ্বিতীয় হয়েছে অহিদুল ইসলাম, উত্তর দিতে আঃ মজিদ কওমিয়া মাদ্রাসা।তৃতীয় হয়েছে নাজমুল ইসলাম, উত্তর পৈকখালী আঃ মজিদ কওমিয়া মাদ্রাসা।
ইসলাম সঙ্গিতে প্রথম হয়েছে সোয়াইব হোসেন, উত্তর পৈকখালী আঃ মজিদ কওমিয়া মাদ্রাসা। দ্বিতীয় হয়েছে রেজাউল করিম উত্তর পৈকখালী আঃ মজিদ মাস্টার বাড়ির ফোরকানিয়া মাদ্রাসা।
তৃতীয় হয়েছে মোসাঃ রিয়া মনি উত্তর পৈকখালী আঃ মজিদ মাস্টার বাড়ির ফোরকানিয়া মাদ্রাসা।
বিজয়ীদের মধ্যে ক্রেস ও অর্থ বিতরণ করার শেষে মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে আমন্ত্রিত মেহমানদের মাঝে ক্রেস বিতরণ করা হয়।মেহমানবৃৃন্দরা হলো জনাব এহসাম হাওলাদার-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভান্ডারিয়া উপজেলা,ভান্ডারিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি-স্বপন মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক-এইচ এম ইসমাইল, সাংগঠনিক সম্পাদক-চপল হাওলাদার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক-শেখ ইমরান,রেদোয়ান সিকদার রিচান-আহ্বায়ক উপজেলা ছাত্রলীগ ভান্ডারি,আল- আমিন সরদার-যুগ্ম আহ্বায়ক ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগ,আবদুল্লাহ আল মামুন-সভাপতি পৌর ছাত্রলীগ ভান্ডারিয়া।

Most Popular

Recent Comments