19.9 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
HomeUncategorizedভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফেরদৌস মোল্লাহ্
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সুধী সমাবেশের আয়োজন করেছেন ভান্ডারিয়া থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ আনওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, অতিরিক্ত পুলিশ সুপার ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল মো. সাখাওয়াত হোসেন প্রমূখ৷

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাংবাদিক মো. তরিকুল ইসলাম শামিম, মো. সামসুল ইসলাম আমিরুল, মো. মামুন হোসেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম হোসেন হিরন, মোহাম্মদ মোস্তাক আহমেদ ও কহিনুর বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপারেশন বিভাগ মো. মুকিত হাসান৷

প্রধান অতিথি বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, কোন ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না, ইভটিজিং, মাদক ও জুয়ার সাথে যারা জড়িতদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কেউ মিথ্যা মামলা বা হয়রানি মূলক মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Most Popular

Recent Comments