মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর প্রতিনিধি
সামাজিক সংগঠন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি।মানবতার কল্যানে এগিয়ে আসা একজাগ তরুণ প্রজন্মের উদ্যোগে ,আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ! আসুন সবাই মিলে রক্ত দেই জীবন বাচাই! এই স্লোগানকে সামনে রেখে গড়ে উঠেছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি। আজ বিকালে পিরোজপুরের ভান্ডারিয়ায় গৌরীপুর ইউনিয়নে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি এর উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়।
সেখানে বৃদ্ধ,যুবক,মহিলা ও শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করেন,তখন উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের সদস্য সানোয়ার হোসেন, ফয়সাল, সাংবাদিক ফেরদৌস মোল্লা, মারুফ,শামীম, সাব্বির, ফয়সাল, রমজান, মাহবুব রহমান মাহফুজ, প্রমুখ।
সানোয়ার হোসেন বলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রতিটি সদস্য মানবতার কল্যানে কাজ করার জন্য এগিয়ে এসেছে,
আমরা যদি কিছু বছর পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে মানুষ রক্ত টাকার বিনিময়ে ক্রায় করতো,আর এখন আমাদের মতো তরুণ প্রজন্মেরের উদ্যোগে বিনামূল্যে রক্ত মেনেজ করে দেওয়া ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা সহ আরো অনেক মানবতার কাজে এগিয়ে এসেছে।