20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeদূর্ঘটনাভান্ডারিয়ায় সড়কে ঝড়ল মোটরসাইকেল চালকের প্রাণ।

ভান্ডারিয়ায় সড়কে ঝড়ল মোটরসাইকেল চালকের প্রাণ।

মোঃ ফেরদৌস মোল্লা
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার (১৫মার্চ) দুপুরে ভান্ডারিয়া – মঠবাড়ীয়া আঞ্চলিক মহা সড়কের ভান্ডারিয়া উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ৪১নং বোর্ড সরকারি প্রাথমিক স্কুল সংলগ্ন সড়কে মাছ বহনকারী একটি পিকাপভ্যান ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কাদিলে ঘটনা স্থলেই প্রাণ হারায় মোটরসাইকেল চালক আবুজাফর (৩২)। সে মঠবাড়ীয়া উপজেলার তুষখালী গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, আবুজাফর প্রতিদিনের ন্যায় দুধ নিয়ে মঠবাড়ীয়া থেকে ভান্ডারিয়া যাচ্ছিল পথে এ পথে এ দূর্ঘটনার শিকারহন। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুমুর রহমান বিশ্বাস জানান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের জন্য চেষ্টাচলছে।

Most Popular

Recent Comments