19.6 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় কেড়ে নিলো এক কলেজে ছাত্রের তাজা প্রাণ

ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় কেড়ে নিলো এক কলেজে ছাত্রের তাজা প্রাণ

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
ভাণ্ডারিয়ায় সোমবার (৮ইমার্চ) মুবিন রাজ বাঁধন (২৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। এবং নামজুল নামের তার বন্ধু আহত হয়। মুবিন পূর্ব- ভাণ্ডারিয়া গ্রামের মো.মজিবুর রহমানের ছেলে এবং বরিশাল চাখার কলেজের মার্স্টাস প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে মুবিন ও তার বন্ধু নাজমুল সড়ক পাশে দাড়িয়ে থাকা অবস্থায় পার্শবর্তী কাঠালিয়া উপজেলা থেকে ভাণ্ডারিয়ার চরখালি গামি একটি মালবাহি ট্রাক দ্রুত গতিতে আসার সময় ভাণ্ডারিয়া পৌর শহরের পূর্ব ভাণ্ডারিয়ার স্থানীয় রুহুলের বাড়ির সামনের সড়কে দীর্ঘদিন থেকে ঝুঁকে থাকা বন বিভাগের একটি শিশুগাছে ধাক্কা দিলে গাছটি উপড়ে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় মুবিন। মুবিনকে তাৎক্ষনিক ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। ঘাতক ট্রাকটি উদ্ধারের জন্য যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

Most Popular

Recent Comments