মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরে ভান্ডারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার মেয়াদ উত্তির্ন কসমেটিকস ও পন্যের মোড়কে খুচরা মূল না থাকায় এবং ঝুকিপূর্ন ভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করায় এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া। অভিযানে মেয়াদ উত্তির্ন কসমেটিকস ও পন্যের মোড়কে খুচরা মূল না থাকায় ওয়ালিদ কসমেটিকস ২ হাজার, সোহাগ ব্রাদার্স এন্ড কসমেটিকস ৮ হাজার এবং ঝুকিপূর্ন ভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করার অপরাধে চয়েজ ইলেকট্রনিক্স কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া হ্যান্ড মাইকের মাধ্যমে ভোক্তা জনসাধরন কে জানান, মেয়াদ উত্তির্ন ও নি¤œমানের ভেজাল কসমেটিকসে নানা ধরনের চর্মরোগের সৃষ্টি হচ্ছে। এসব পণ্য ব্যবহারে শরীরে ক্যান্সারের মতো মারণব্যাধি হতে পারে। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে ভোক্তা এবং ব্যবসায়ীদের পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য অনুরোধ করেন ।