21.7 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনভান্ডারিয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন।

ভান্ডারিয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন।


মোঃ ফেরদৌস মোল্লা,পিরোজপুর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সামনের সড়কে শনিবার সকালে বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বেলা ১০ টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাংবাদিক মো. শফিকুল ইসলাম মিলন, রিয়াজ মাহমুদ মিঠু, মানবাধিকার কর্মী মো. ছগির হোসেন, নারী প্লাট ফর্মের সদস্য সচিব মো. মাইদুল ইসলাম ।
পরে প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন রূপান্তরের পিরোজপুর জেলা প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল আজম, জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, অ্যাকাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম প্রমূখ।

Most Popular

Recent Comments