18.7 C
Bangladesh
Friday, December 27, 2024
spot_imgspot_img
Homeনির্বাচনভান্ডারিয়া ইউপি নির্বাচনে জেপি মনোনীত তিনজন,আওয়ামীলীগ মনোনীত একজন চেয়ারম্যান নির্বাচিত

ভান্ডারিয়া ইউপি নির্বাচনে জেপি মনোনীত তিনজন,আওয়ামীলীগ মনোনীত একজন চেয়ারম্যান নির্বাচিত

মোঃ ফেরদৌস মোল্লা,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার বৈরী আবহাওয়া ও ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসব মূখর পরিবেশে চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় পার্টি-জেপি মনোনিত বাইসাইকেল প্রতিক নিয়ে তিন জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এরা হলেন ধাওয়া ইউনিয়ন পরিষদের মো.ছিদ্দিকুর রহমান টুলু বাইসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৭৫৩ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকে আঃ রশিদ মৃধা ১৫৬৬ ভোট পেয়েছেন। গৌরীপুর ইউনিয়ন পরিষদে মো. মজিবুর রহমান চৌধুরী বাইসাইকেল প্রতিক নিয়ে ৪ হাজার ৬৬৬ভোট পেয়ে এগিয়ে তার নিকটতম প্রতিদ্বনিন্দ্ব মো. নুরুল হক হাতপাখা প্রতিকে পেয়েছেন ১৫৮১ভোট। নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নে মো. মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার বাইসাইকেল প্রতিক নিয়ে ৫হাজার ১৩ ভোট পেয়ে এগিয়ে এবং তার নিকটতম প্রতিদ্বনিন্দ্ব মো. এমরান তালুকদার নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৯৩০ভোট। এছাড়া ভিটাবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে খান এনামুল করিম পান্না ৬৫১৮ এবং নিকটতম প্রতিদ্বনিন্দ্ব মতিউর রহমান বুলবুল বাইসাইকেল ১৫৭৪ ভোট পেয়েছেন।

Most Popular

Recent Comments