28.5 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeজাতীয়ভান্ডারিয়া উপজেলা স্কাউট এর ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত।

ভান্ডারিয়া উপজেলা স্কাউট এর ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত।


মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটসের ভান্ডারিয়া উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা অডিটরিয়ামে ত্রি বার্ষিক কাউন্সিলে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম নবীনের সভাপতিত্বে ত্রিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্যে রাখেন সাবেক সম্পাদক বিধান চন্দ্র চক্রবর্তী, দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, বাংলাদেশ স্কাউট পিরোজপুর জেলা সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ আবু কাওছার, প্রধান শিক্ষক মোঃ হাদিসুর রহমান, মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার হিমাদ্রি দেবনাথ, মোঃ হারুন অর- রশিদ, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক মোঃ রেজাউল আহসান রাজু প্রমুখ।
কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম নবীন সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম কমিশনার এবং মোঃ শফিকুল ইসলাম আজাদ সম্পাদক পদে কন্ঠ ভোটে মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে মনোনীত সদস্যরা হলেন, সহ সভাপতি ঃ অধ্যক্ষ মোঃ আবু কাওছার, প্রধান শিক্ষক মোঃ হাদীসুর রহমান, মোঃ মনিরুজ্জান, আব্দুর রাজ্জাক, বাবু বিধান চন্দ্র চক্রবর্তী, কোষাধ্যক্ষঃ বাবু রাম প্রসাদ, সহকারী কমিশনার পদে একাডেমিক সুপারভাইজার মোঃনজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার হিমাদ্রি দেবনাথ, শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার মজুমদার, মোঃ জুলফিকার আলী, বাবু সজল কুমার রায়, যুগ্ম সম্পাদক মোঃ ছাইদুর রহমান সুমন, উপজেলা স্কাউট লিডার আব্দুল আলিম, উপজেলা কাব লিডার মোঃ রেজাউল আহসান রাজু।

গ্রুফ কমিটির সভাপতি প্রতিনিধি প্রধান শিক্ষক আব্দুল খালেক মাতুব্বর, শিরিন আক্তার, আজমেরী পারভীন, মোঃ শহীদুল ইসলাম মল্লিক, সহযোজিত সদস্য পদে প্রভাষক মোঃ মনোয়ার হোসেন পলাশ, সহকারী শিক্ষক তপন কুমার দাস, মিতু রানী, ফারজানা শারমিন।
সমাপনী পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম নবীন বলেন কাগজ কলমে কমিটি গঠন করলে হবে না । স্কাউট প্রোগ্রাম আর আন্দোলন কে বেগবান করতে আত্মত্যগী মানুষিকতা নিয়ে কমিটিকে স্থানীয় ও জাতীয় সকল প্রোগ্রামে সতস্ফুর্ত ভাবে কাজ করতে হবে। এবং তিনটি মৌলিক বিষয়ের উপর ৫টি কর্মসূচী বাস্তবায়নের ঘোষণা করেন।

Most Popular

Recent Comments