15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeশোক সংবাদভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আঃ হালিম উকিল আর নেই।

ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আঃ হালিম উকিল আর নেই।

মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম উকিল অদ্যকাল দুপুর ১২.৩০ ঘটিকার সময় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি অইন্না ইলাইহী রাজিউন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৭ বছর, তিনি কয়েকদিন যাবত গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন, মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন,
সর্বজন শ্রদ্ধেয় আঃ হালিম উকিল এর পেশাগত জীবন শুরু হয় ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক হিসেবে, পরবর্তীতে ভাণ্ডারিয়া সরকারি কলেজের ইংরেজী প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতা জীবনের শেষ পর্যায়ে তিনি অধ্যক্ষ হিসেবে অবসরে যান। তিনি উত্তর শিয়ালকাঠি খেয়াঘাট বাইতুল ফালাহ্ জামে মসজিদের সভাপতি ছিলেন,
তার জ্যেষ্ঠপুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পুষ্টি বিজ্ঞানের অধ্যাপক, ফিকামলি তত্ত্বের জনক, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক, ওয়াইল্ড লাইফ বিশেষক ড.আব্দুল ওয়াদুদ।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল ২৪ জানুয়ারি রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হইবে।

Most Popular

Recent Comments