17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির করোনা

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির করোনা


ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় সংক্রমিত হয়েছেন। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, তাঁর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তিনি আজ সোমবার নিজেই টুইটারে জানিয়েছেন। করোনা পজিটিভ হওয়ার তথ্য জানানোর পাশাপাশি গত এক সপ্তাহে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের আইসোলেশনে যাওয়ারও অনুরোধ করেন।

প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।

প্রণব মুখার্জি আজ টুইট করেন, ‘অন্য আরেক কারণে হাসপাতালে গেলে আমার কোভিড-১৯ পরীক্ষা হয়। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই অবস্থায় অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা যেন আইসোলেশনে যান এবং কোভিড-১৯ পরীক্ষা করান।’

প্রণব মুখার্জি তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আরোগ্য কামনা করেন অনেকে। এর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দয়া করে নিজের যত্ন নিন। আমরা আপনার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।’

দিল্লি কংগ্রেসের সাবেক প্রধান অজয় মাকেন টুইট করেন, ‘ স্যার, আপনা দ্রুত আরোগ্য এবং দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ‘আপনার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি।’
সূত্র -প্রথম আলো

Most Popular

Recent Comments