35.2 C
Bangladesh
Wednesday, March 12, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকভারতে একদিনে ২০০৩ জনের মৃত্যু।

ভারতে একদিনে ২০০৩ জনের মৃত্যু।

নিউজ ডেস্ক।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০০৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। ভারতে এ পর্যন্ত করোনায় মোট ১১ হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন। আজ ১৭ জুন সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

যদিও ভারতীয় প্রধানমন্ত্রী দাবি করেন;- ভারতে করোনায় বিশেষ প্রভাব ফেলতে পারেনি। ভারতে করোনা সংক্রমণ মুক্ত ৫০ শতাংশের বেশি। নিয়ম মেনে চললে, দেশে তেমন বড় ধরনের কোন প্রভাব পরবে না।

গতকাল ১৬ জুন একদিনে মৃতের সংখ্যা ছিল ৩৮০ জন। একইসময়ে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৬৬৭ জনে।

তবে, আজ ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০ হাজার ৯৭৪ জন নতুন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারেঃ- দেশে মোট ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছে। পাশাপাশি ১ লাখ ৮৬ হাজার ৯৩৫ জন সুস্থ হয়েছেন।

Most Popular

Recent Comments