বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক নড়াইল–২ আসনের সাংসদও। তিন-চার দিন ধরে সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন মাশরাফি। গত শুক্রবার করোনা পরীক্ষা করতে দেওয়ার পর শনিবার রিপোর্ট পজিটিভ আসে। করোনাভাইরাসে আক্রান্ত এই তারকা ক্রিকেটারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।তবে আজ গতকালকের তুলনায় ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা, ‘এ মুহূর্তে কোনো সমস্যা নেই। জ্বর কমে এসেছে। শরীর ব্যথা একটু আছে। তবে কাল থেকে একটু কমেছে।’কাল নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়েছেন দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক। মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলেছেন। মাশরাফির দ্রুত রোগমুক্তির জন্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা দোয়া করেছেন। এ ছাড়াও নড়াইলে সব শ্রেণি–পেশার মানুষ মাশরাফির জন্য দোয়া করেছেন।