15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনভোটারদের ভয় নয়, ভালোবাসা দিয়ে ভোট সেন্টারে নিতে চাইদিনাজপুর-৫ নির্বাচনী পথসভায়- বীর...

ভোটারদের ভয় নয়, ভালোবাসা দিয়ে ভোট সেন্টারে নিতে চাইদিনাজপুর-৫ নির্বাচনী পথসভায়- বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার

এস মন্ডল ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
আগামী ৭ জানুয়ারী ভোটারদের ভালোবাসা দিয়ে ভোট সেন্টারে নিতে চাই,প্রার্থীর গুনের বিচার দিয়ে, ভোটারদের ভোট সেন্টারে নিতে চাই । আওয়ামীলীগ মানুষকে জোর করে ভোট কেন্দ্রে নেওয়া চেষ্টা করছে বিএনপি‘র অপপ্রচারের বিরুদ্ধে, এমন কথা বলেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, দিনাজপুুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের লাগাতার ৭ বারের সংসদ সদস্য, অষ্টমবারের মতো নৌকার মাঝি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার।
গত (২৭ ডিসেম্বর) বুধবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর ফুলবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটে দ্¦াদশ জাতীয় সংসদ নির্র্বাচনের পথসভায় এমন কথা বলেন তিনি। পথসভায় সাবেক মেয়র শাহাজান আলী সরকারের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,টিএম হেল্থ কেয়ার এর পরিচালক ইঞ্জিনিয়র মোশারফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন

Most Popular

Recent Comments