14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeমানবতামঠবাড়িয়াতে "খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন"এর পক্ষ থেকে অসুস্হ মিজানুরকে নগদ অর্থ...

মঠবাড়িয়াতে “খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন”এর পক্ষ থেকে অসুস্হ মিজানুরকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপজেলা প্রতিনিধিঃ কামরুল ইসলাম(আহনাফ)

মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান(৩০)।দীর্ঘ ৭বছর যাবৎ দূরারোগ্য মাল্টি পলি ভায়োলমায় আক্রান্ত।
মিজানুর রহমান দুই ভাইয়ের মধ্যে ছোট।তার ৩বছরের একটি শিশু কন্যা রয়েছে।তিনি চিকিৎসার জন্য আজ নিশ্ব,এখন আর চিকিৎসার খরচ বহন করতে পারছে নাহ এমতাবস্থায় “খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন”
তাদের সাধ্য অনুযায়ী মিজানুরকে নগদ অর্থ প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগন।
মিজানুর রহমান জানান তার আয়ের সকল পথ বন্ধ।সকলে সহযোগীতা করলে তিনি আবার হয়তোবা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে,ডাক্তার বলেছে এই রোগের চিকিৎসার খরচ ব্যয়বহুল।

“খেতাছিড়া যুব উন্নয়য় সামাজিক ফাউন্ডেশ”এর পক্ষ থেকে বলেন সমাজের উচ্চবিত্তশীল সহ সকলস্তর থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিলে মিজানুর চিকিৎসা করে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে।

আপনিও এগিয়ে আসুন মানবতার সেবায়,এগিয়ে আসুন মিজানুরের চিকিৎসার সহযোগীতায়।
আহ্বানেঃ
“খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন”
যোগাযোগঃ ০১৭২৬৬৭৬৮৪১

Most Popular

Recent Comments