24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতমঠবাড়িয়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

মঠবাড়িয়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

৩১ ডিসেম্বরের মঠবাড়িয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় আ’লীগের নির্দেশে এ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবদুল হাকিম হাওলাদার।
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবদুল হাকিম জানান, সম্মেলনকে কেন্দ্র করে দলের বিভাজন, শত্যপ্রবাহ ও করোনার প্রকোপ বৃদ্ধির কারনে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন জেলা আ’লীগকে সম্মেলন স্থগিত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আ’লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং পৌর আ’লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের মধ্যে সম্মেলন নিয়ে পক্ষ-বিপক্ষ অবস্থান নিয়ে পাল্টা পাল্টি কর্মসূচী পালন করে আসছিল।

Most Popular

Recent Comments