মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় মানবতার ডাকে সারা দিয়ে এক যাগ তরুণ প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠন। এটা একটি সেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন। আসুন রক্ত দেই জীবন বাঁচাই আপনার রক্তদানে বাচতে পারে একটি প্রাণ, জরুরী মূহুর্তে রক্তের প্রয়োজন আমরা আছি আপনার পাসে এই স্লোগানকে সামনে রেখে খুব সুনামের সহিত সামনের দিকে এগিয়ে চলছে সংগঠনটি ।শত শত রোগীদের রক্তদিচ্ছে আবার রক্ত ম্যানেজ করে দিচ্ছে ,আর যারা নিজেদের রক্তের গ্রুপ জানেনা তাদের রক্তের গ্রুপ পরিক্ষা করে জানিয়ে দেয়া হচ্ছে, সংগঠনে প্রতিটি সদস্য দিন নয়, রাত নয় সকল কিছু উপেক্ষা করে রোগীদের সেবার জন্য এগিয়ে আসে।আর তারি একটি দৃষ্টান্ত হলো গতকাল ভান্ডারিয়া এক সিজারিয়ান মায়ের এক ব্যাগ A+ রক্ত প্রয়োজন তখন মধ্যে রাত,রোগী সহ তার পরিবার দিশেহারা হয়ে পরছে এই মধ্য রাতে কে এগিয়ে আসবে রক্ত দিতে!যখন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনে ফেসবুক গ্রুপের পরিচালক মেজবাহ তালুকদার অপুর কাছে ফোন আসে তখন সে নিজেই সেই মধ্য রাতে অন্য উপজেলা থেকে চলে আসলো সিজারিয়ান মায়ের মুখে হাসি ফোটাতে। মেজবাহ তালুকদার অপুকে দেখে রোগীর মুখটা হাসিতে ভরে উঠলো, রোগীর পরিবারে সদস্যরা বললেন বাবা তোমার জন্য দোয়া করি,আর সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের সুনাম সুক্ষ্যেতি সারা বাংলাদেশে ছড়িয়ে পরুক।মেজবাহ তালুকদার অপু কে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।