20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeইসলামী কলামমহানবী (সা:) কে কটূক্তিকারী যুবক সজল চন্দ্র গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে।

মহানবী (সা:) কে কটূক্তিকারী যুবক সজল চন্দ্র গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

সারা মুসলিম জাহানের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি কারি মেহেন্দিগঞ্জের সেই যুবক অবশেষে গ্রেফতার হল মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হাতে। গতকাল বেলা দুইটার দিকে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: নাইমুল হক অভিযান চালিয়ে মেহেন্দিগঞ্জের খরকি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত যুবকের নাম সজল চন্দ্র শীল(২৭) পিতা শংকর চন্দ্র শীল, ৬ নং ওয়ার্ড, খোরকি, মেহেন্দিগঞ্জ পৌরসভা।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে গত ৯ নভেম্বর তারিখে ফেইসবুক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। উক্ত পোস্টটি ভাইরাল হবার সাথে সাথে মেহেন্দিগঞ্জ সহ পুরো দেশে নিন্দার ঝড় বয়ে যায়। বরিশালসহ পুরো দেশে উক্ত যুবকের ফাঁসি চেয়ে আলেম ওলামা সহ অন্যান্য মুসলিমরা বিক্ষোভ মিছিল করে। উক্ত ঘটনার পর থেকেই উক্ত যুবক পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে উক্ত যুবকের অবস্থান নির্ণয় করে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার বিষয়ে মাওলানা মনসুর আলী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে উক্ত যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: নাঈমুল হক বলেন “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়া পুলিশ সুপারের নির্দেশে আমি আসামী গ্রেফতার অভিযানে নামি। আসামি গ্রেফতার করে আমরা তাকে আইনের আওতায় নিয়ে এসেছি। প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোন শক্তি দেশে অরাজকতা করার চেষ্টা করে তবে কাউকে ছাড় দেয়া হবে না।” এসময় তিনি স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং পুলিশের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান।

Most Popular

Recent Comments