17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeঅনুদানমহিপুরে এমপি মহিব এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরন

মহিপুরে এমপি মহিব এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরন

মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :

১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি’র পক্ষ থেকে পটুয়াখালীর মহিপুরের ফুটবলার এবং ক্রীড়া সংগঠনের মাঝে ফুটবল বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এমপি মহিব এর পক্ষ থেকে মহিপুর ক্রীড়া ও সমাজসেবা সংগঠন এবং মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ টি ফুটবল বিতরন করা হয়।

এসময় এমপি মহিব তরুণ ফুটবলারদের এক ভিডিও বার্তায় বলেন, একটি সুন্দর সমাজ গড়তে খেলাধুলার অনেক প্রয়োজন। খেলাধুলা যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে। মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার কোন বিকল্প নাই। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিষেধাজ্ঞা অনুসরন করার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন,মহিপুুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন হাওলাদার, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালম ফরাজী, মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হাসান হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Most Popular

Recent Comments