20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅনিয়মমহিপুরে কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ রেনু পোনা জব্দ।

মহিপুরে কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ রেনু পোনা জব্দ।

মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুরের আলিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লক্ষ ৫০ হাজার পিচ বাগদা রেণু পোনা জব্দ করা হয়।

সোমবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর কোষ্ট গার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার হরি প্রসাদ সিংহ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মোঃ মহসিন রেজা এর উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনা সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।

এসময় নিজামপুর কোষ্ট গার্ড স্টেশনের পেটি অফিসার হরি প্রসাদ সিংহ বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Most Popular

Recent Comments